নিয়ম করে প্রতিবছরই এই সিস্টেমের বলি হচ্ছে হাজারও সম্ভবনাময় শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার ব্যর্থতা মেনে নিতে না পেরে অনেকেই অল্প বয়সে হারিয়ে ফেলছে জীবনের উইকেট। দেশের প্রতিটা কানিজ ফাতিমাই আমাদের শিক্ষা ব্যবস্থার গালে এক একটা চপেটাঘাত, য়ারা নিজেরা নিঃম্ব হয়ে দেখিয়ে দিয়ে যায় আমাদের দুর্বলতা, অজ্ঞতা আর উন্নয়নের জায়গা। তাদের এই ব্যর্থতা, অজ্ঞতার দায় কেবলই তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের নয়, দায় রয়েছে রাষ্ট্রেরও। শিক্ষা ব্যবস্থার অসম প্রক্রিয়া, বাস্তবিক শিক্ষার অভাব, মুখস্থবিদ্যার অন্ধ প্রতিযোগিতার আড়ালে এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে হাজারও ফাতিমার জীবন।
বহুনির্বচনী প্রশ্নের মাধ্যমে একজন শিক্ষার্থীর প্রকৃত মেধার মূল্যায়ণ করা যায় না। ৬০ মিনিটের ছোট্ট পরীক্ষাতেই বুঝা যায় না একটা শিক্ষার্থীর উপস্থাপন কিংবা মস্তিষ্কের প্রতিটা কোষের ভেতরে লুকিয়ে থাকা জ্ঞানের পরিধি, জানার গভীরতা। মেধার মূল্যায়ণ অবশ্যই সামগ্রিক হওয়া উচিৎ। যেখানে বহুনির্বচনী প্রশ্নের পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে যথাক্রমে প্রাথমিক জ্ঞান ও বিশ্লেষণ দক্ষতা যাচাই করা যাবে। যেখানে ওঠে আসবে একজন শিক্ষার্থীর শিক্ষার প্রকৃত অবস্থা। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নামের মুখস্তবিদ্যার এই লটারি বন্ধ করে প্রকৃত মেধাবীদের খুঁজে বের করার সময়োপযোগী পদ্ধতি উদ্ভাবন করতে হবে। সিফ্ট ভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে সিফ্ট ভিত্তিতেই। বহুনির্বচনীর পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি। অনুষদ ভিত্তিক বিষয়ের জন্য নিতে হবে ঐ নির্দিষ্ট বিষয় সম্পর্কিত বিষয়ের উপর পরীক্ষা।
ভর্তির পরীক্ষার নামে মুখস্থবিদ্যার এই লটারিতে হেরে যাওয়াই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা নয়। বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে কারো জীবন থেমে থাকে না, থেমে থাকে না আশেপাশের প্রকৃতি-প্রিয়জনও। নিজের সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে প্রস্তুত করুন, ন্যায়-নীতির শিক্ষা দিন। বিশ্ববিদ্যালয় নয়, সন্তানের প্রকৃত মানুষ হওয়ার নীতি-নৈতিকতাই সাফল্যের পথে তাকে এগিয়ে দিবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কর্মনিষ্ঠা আর স্বীয় মানবিকতাই তাকে পৌঁছে দিবে সাফল্যের সর্বোচ্চ শেখড়ে। তখন আর কেউ তাকে আটকে রাখতে পারবে না। এক পৃথিবী ব্যর্থতা পেছনে ফেলে সে মাথা তুলে দাঁড়াবে সূর্যের মত, এগিয়ে যাবে আলোর গতিতে।
মোঃ রাফছান
শিক্ষার্থী, মেরিন সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন