কবিতা : তোমাকে বাঁচতেই হবে


তোমাকে বাঁচতেই হবে
মো. রাফছান
 
দিনে দিনে সমীকরণ বদলায়,
সময়ান্তে আরও সুদৃঢ় হয় প্রিয় মানুষটার হাত,
কখনও বা খড়কুটোর ন্যায় ভেসে যায় 
বেখেয়ালিপনার খরস্রোতে!
সময় গর্ভে হারিয়ে যায় আরও কত গল্প,
তেমন কোন এক গল্পে  
তুমিও এক হারিয়ে যাওয়া তরুণ।
 
যে তুমি হারিয়ে গেছ জীবনের ভাঁজে,
আষ্টেপিষ্টে যে তুমি সপে দিয়েছ 
জীবনের ছোট বড় সব অলিগলি,
ভরাট দুঃখে হুটহাট তোমারও 
ভীষণ মন খারাপ করে,
চরম বৃষ্টি তোমার মনের আকাশেও 
তৈরী করে এক আকাশ শুন্যতা।
 
নিরবতার বিরসতা ভেঙ্গে,
হুট করে স্ফুলিঙ্গের মত চমকে দেওয়ার ইচ্ছেটা
তোমার মনকেও কুড়েকুড়ে খায়। 
বুক পকেটে একটা সুন্দর শৈশব পাওনি বলে 
ঘুমের ঘরে কত কাঁদলে,
মুক্ত মনে বেঁচে থাকার একটা শক্ত অবস্থান 
তুমি কখনোই পাওনি,
প্রয়োজন বেধে নিজের করে পাওনি 
সত্য বলার অধিকার।
 
অথচ, দিনশেষে তোমাকে বাঁচতে হয়,
তুমি বাবা
শক্ত হাতে তুমিই সামলে নিবে সমাজ সংসার,
মা তুমি
নরম হাতে সামাল দিবে উদ্বাস্তু ঝড়ঝঞ্জাট!
 
হ্যাঁ,
তোমাকে বাঁচতে হবে অন্যের জন্য,
অন্যকে খুশি রাখার জন্য,
অন্যকে ভালোবাসার জন্য,
অন্যকে বাঁচিয়ে রাখার জন্য হলেও 
তোমাকে বেঁচে থাকতে হবে।
তোমাকে বাঁচতেই হবে!

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন