নির্বিকার বিবেকানন্দ
মো. রাফছান
পশ্চিমের অমীমাংসিত নীলে অস্ত যায় ক্লান্ত সূর্য,
দূরের পথে বিবর্ণ আলোয় এগিয়ে চলে পাখিদের দল
সময় পালিয়ে যায়, খসে পড়ে আসমানের নক্ষত্র
বিরহাগুনে পুড়ে ভস্ম হয় আমার পাথুরে মানব হৃদয়।
হঠাৎ পাওয়া দুঃসংবাদে হৃদয় পুড়ে আমার
তুমি বাঁচতে চাইলে ভিন্ন কোনো এক ভগ্নহৃদয়ে,
রবির বর্ণীল আলো ছাপিয়ে প্রতি সন্ধ্যায় এখন
আমার আকাশজুড়ে নামে ঘনকালো অন্ধকার।
তোমার বিরসতায় নির্জন শূন্য পড়ে রয়
মাধবিলতার বৃহদাকায় জীবন্ত ক্যাফেটেরিয়া,
অনিচ্ছার জমাট বাঁধা ধূলোর পাহাড়ে ক্রমশই
বর্ণহীন হয় হৃদয়গভীরে থাকা ভাবের পাণ্ডুলিপি।
মন ভাঙে, ক্রমশই বাড়ে নিরব হৃদয়ভার
অবহেলার দোলাচলে পুরনো হয় পরিচিত রাস্তা,
বিশ্বাস-বাস্তবতায় আকাশ-পাতালের ব্যবধান বাড়ে
ভেঙে-গড়ে আবার গড়ে-ভাঙে আমার মানুষ পুতুল।
পুরাতন বিশ্বাসের ফাটলে জুটে ভুলে থাকার দণ্ড
বিজ্ঞপ্তি ছাড়াই আঘাত হানে নির্মম, রুঢ় বাস্তবতা,
নিত্য চলে বিশৃঙ্খল, ব্যর্থ জীবনের অর্থহীন মিছিল
চলে উথাল-পাথাল, আটপৌরে জীবনের উচু-নিচু গল্প।
শুধু আমাকেই পড়তে চাইলে না তুমি
জানতে চাইলে না হৃদয়ের অব্যক্ত বোবা কথন,
বুঝতে চাইলে না চঞ্চল রবিনহুড কিভাবে
আকস্মাৎ বদলে গেলো নির্বিকার বিবেকান্দে!
সত্যের অর্থোদ্ধারে কোনো এক ঝড়-বাদলের রাতে
হাজারও যদি-কিন্তু ভুলে ঠিকই ফিরবে তুমি,
সাত-পাঁচ ব্যতিরেকেই ধরবে আমার দুর্বলা হাত
পরম ভরসায় হবে পায়ের তলার শক্তি মাটি।
মহা আনন্দে হারানো সময়ের সমীকরণ মেলাবে তুমি
সুখানুভূতির পুনরুদ্ধারে বিছাবে হৃদয়ের জায়নামাজ,
হবে বিধ্বস্ত, ভাঙাচুরা হৃদয়ের অদ্বিতীয় অংশিদার
ভালোবাসার ভাগবাটোয়ারায় বিলাবে নির্মল সাদা আনন্দ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন