কোয়ারেন্টাইন থেকে বলছি
মো. রাফছান
আমার নিঃশ্বাস আকাশ ছুঁয় না
জোড়া চোখ দেখে মৃত্যুর মিছিল,
বয়স বেড়ীর সীমানা খুঁজে পার হয়
আতঙ্কময় করোনার দীর্ঘতম রাত!
স্বপ্ন ঘুমে দীর্ঘতর হয় প্রত্যাশার তালিকা
কাটা ছেঁড়ার যোগ বিয়োগে প্রশ্ন উঠে,
শিশির কণায় পরবে কি একটা পলক
হবে দেখা নিশিত রাতের আরও একটা পূর্ণ চাঁদ?
ভয় হয় অপ্রত্যাশিত না চাওয়া দুঃসময়ের
অপূর্ণ ইচ্ছেরা বুঝি বিধবাই রয়ে যাবে,
তোমার অধরা আপ্সরী রাঙাই হাতে
পৌঁছাবেনা আমার একটা রক্ত গোলাপ?
আসা যাওয়ার দ্যৈরথে সুদীর্ঘ হয়
মরণ গঙ্গার স্বপ্নক্ষয়ী বদ্ধভূমির পথ,
কি ভীষণ ভাবে আমার হৃদয় ফচকায়
কেটে যায় তোমায় না দেখার নিরামিষ দিন।
অপ্রকাশ্য মায়ারথ এগুচ্ছে অনিঃশেষ পথে
বড্ড অবহেলায় ফোরাচ্ছে জীবনের বায়ু,
প্রিয় ইচ্ছের চাওয়া পাওয়ার বিসর্জনে
একটু একটু করে হাসছে অবেলার ক্ষণ!
ডুবে গেলে চাঁদ, ভেঙে গেলে ছাদ
আমায় বরং একটা ফুটই মাটি দিও,
জোর জালিমের পাপী শরীরের তরে
দিও শেষ এক টুকরো কাফনের কাপড়!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন