দৈত্য মানব
মো. রাফছান
এক আকাশ অন্ধকারের তলে কে এই হায়েনা,
যে মাংস খায়, রক্ত যার প্রিয় পানীয়!
যার লৌহ বুলেটে ছিদ্র হয় বিদ্রোহী নজরুল,
শত কোটি ফুলের জীবন হয় প্রাণশূন্য।
যে মাংস খায়, রক্ত যার প্রিয় পানীয়!
যার লৌহ বুলেটে ছিদ্র হয় বিদ্রোহী নজরুল,
শত কোটি ফুলের জীবন হয় প্রাণশূন্য।
কে সেই নিশাচর শিকারি, সূর্যের দেবতা,
অন্যায় উপদ্রবে যে প্রতিষ্ঠিত করে যুদ্ধনীতি।
আদর্শিক দ্বন্দ্বে শূন্য করে বিবেকের ব্যালট বক্স,
ধর্মের গলা চেপে কে বিতর্কিত করে সার্বভৌমত্ব!
অন্যায় উপদ্রবে যে প্রতিষ্ঠিত করে যুদ্ধনীতি।
আদর্শিক দ্বন্দ্বে শূন্য করে বিবেকের ব্যালট বক্স,
ধর্মের গলা চেপে কে বিতর্কিত করে সার্বভৌমত্ব!
সময়ের খরস্রোতে কে তুমি তুল গরিবের ছাল,
দুর্বলেরে চুষে কর বানরের পৃষ্ঠপোষকতা।
উন্নয়ন, সংস্কারে সাধারণ ভুলে প্রণীত করো,
আন্তঃরাষ্ট্রীয় সংঘাত, সর্বনাশী একরৈখিকতা।
দুর্বলেরে চুষে কর বানরের পৃষ্ঠপোষকতা।
উন্নয়ন, সংস্কারে সাধারণ ভুলে প্রণীত করো,
আন্তঃরাষ্ট্রীয় সংঘাত, সর্বনাশী একরৈখিকতা।
দলবাজি, দমননীতির প্রাদুর্ভাবে সত্য ছেড়ে,
মাটি-জলে কে ছড়ায় উন্নয়নবাদ, বেফাঁস মন্তব্য।
কোন ঘাটির তলে শেকড় বাড়ায় ধাতকী দুর্বৃত্তায়ন,
ছলনার জালে কে বাড়ায় সত্যের প্রতিবন্ধকতা!
মাটি-জলে কে ছড়ায় উন্নয়নবাদ, বেফাঁস মন্তব্য।
কোন ঘাটির তলে শেকড় বাড়ায় ধাতকী দুর্বৃত্তায়ন,
ছলনার জালে কে বাড়ায় সত্যের প্রতিবন্ধকতা!
কে সেই লাঠিয়াল, স্বেচ্ছাচারি অগ্নিকেতু,
বিভৎস খেলায় কে পোড়ায় মানবতার লাশ।
নিশিকান্তে জ্বালায় কে দোজখের আগুন,
বিনাশকালে স্তব্ধ করে কে স্বপ্নের জয়গান।
বিভৎস খেলায় কে পোড়ায় মানবতার লাশ।
নিশিকান্তে জ্বালায় কে দোজখের আগুন,
বিনাশকালে স্তব্ধ করে কে স্বপ্নের জয়গান।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন