বঙ্গভূমির প্রতি
মো. রাফছান
কেমন কইরা, সবুজ পতাকার তলে
রচিত হইলো, রক্তের ইতিহাস।
কেমন কইরা, বন্দুকের বিষে নীল হইলো
আবু সাঈদের কাঁচা শরীর, টানটান বুক,
অকাতরে মানুষ মরলো, মানবতা মরলো।
কেবলই আহাজারি দেখলাম আমরা,
শুনলাম আর্তনাদ, অস্তমিত জীবনের মিছিল।
দেখলাম, বন্দুকের নিচে, নিয়মের দায়ে
কেমন কইরা একটা প্রজন্ম হাসিমুখে
জীবন দিলো, একটা ভুল সময়ে, ভুল নিয়মে।
মজবুর যন্ত্রবাহিনীর আক্রমণ, নৃশংসতায়,
বাঙলায় নামলো আরও একটা শোকাবহ জুলাই,
গোটা ছয়েক ভয়াল, দুরবিষহ অগস্টের রাত।
অতর্কিত দুঃখ নামল আমাদের ঘাসের উঠুনে,
বারুদের গন্ধ গায়ে মাইখা আমরা জাইগা রইলাম,
চোখের সামনেই দেখলাম মানবিক বিপর্যয়,
শুনলাম সর্বনাশের কথা, দুর্গতির কথা।
অতীত ভুইলো না রাজা, ইতিহাস ভুইলো না,
একাত্তর যেখানে থামাইতে পারেনাই,
মৃত্যুকে ফাঁকি দেওয়া চব্বিশের সুকান্তদের
এই ন্যায়ের যুদ্ধে, দমাইবো কোন কালা!
কেমন কইরা, সবুজ পতাকার তলে
রচিত হইলো, রক্তের ইতিহাস।
কেমন কইরা, বন্দুকের বিষে নীল হইলো
আবু সাঈদের কাঁচা শরীর, টানটান বুক,
অকাতরে মানুষ মরলো, মানবতা মরলো।
কেবলই আহাজারি দেখলাম আমরা,
শুনলাম আর্তনাদ, অস্তমিত জীবনের মিছিল।
দেখলাম, বন্দুকের নিচে, নিয়মের দায়ে
কেমন কইরা একটা প্রজন্ম হাসিমুখে
জীবন দিলো, একটা ভুল সময়ে, ভুল নিয়মে।
মজবুর যন্ত্রবাহিনীর আক্রমণ, নৃশংসতায়,
বাঙলায় নামলো আরও একটা শোকাবহ জুলাই,
গোটা ছয়েক ভয়াল, দুরবিষহ অগস্টের রাত।
অতর্কিত দুঃখ নামল আমাদের ঘাসের উঠুনে,
বারুদের গন্ধ গায়ে মাইখা আমরা জাইগা রইলাম,
চোখের সামনেই দেখলাম মানবিক বিপর্যয়,
শুনলাম সর্বনাশের কথা, দুর্গতির কথা।
অতীত ভুইলো না রাজা, ইতিহাস ভুইলো না,
একাত্তর যেখানে থামাইতে পারেনাই,
মৃত্যুকে ফাঁকি দেওয়া চব্বিশের সুকান্তদের
এই ন্যায়ের যুদ্ধে, দমাইবো কোন কালা!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন