জোনাকি পোকার জীবন
মো. রাফছান
দুর্গম ক্লান্ত দিনের অবসন্ন ক্ষণে
একদল মানুষেরা ছায়া খুঁজে,
কেউ এপারের তো কেউ ওপারের।
ছোট্ট জীবনে পরিবারের ছায়া খুঁজে
আরও একদল।
কেউ পায়, কেউ পায়না,
পেয়েও কেউ হারিয়ে ফেলে প্রকৃতির নিয়মে,
কেউ আবার এই ছায়া অগ্রাহ্য করেই
এগিয়ে যায় বীরদর্পে,
নিয়মের কাছে বন্ধি সেও।
হাজার ছুটে চলায় যে তারারা
ছায়া হয়ে থাকে সর্বাঙ্গে,
সে দাগ থেকে যাবে অনেক দিন।
পূর্ণাঙ্গের আমিত্বে যার অদ্বিতীয় অংশিদারিত্ব
সে রাজা রাজত্ব করবে সাত জনমে।
পৃথিবী এমনই,
রবির আলোর মত ঘনিয়ে আসা ক্ষণে
ছায়ারাও মিলিয়ে যায়।
একটু একটু করে সর্বস্ব বিলিয়ে
নিঃস্ব হওয়া এই তারারা
চুপিসারেই ক্ষয়ে যায়,
মিলিয়ে যায় সাড়ে তিন হাত দূরের
ঐ অসীম অসমতলে।
প্রকৃতির নিয়ম বড়ই অসাধ্য,
সে অসাধ্য সাধনের বীরত্ব
জন্মায়নি কোনো বলিষ্ঠ যুগে,
নেই জন্মাবার সুযোগও।
দিনশেষে এই নিয়মেই মিলিয়ে যাবে
আকাশ-পাতালের বাধা-ব্যবধান,
শূণ্যে পর্যুদস্ত হবে
উচু-নিচু টাকার পাহাড়,
হিংসা-অহিংসার যত আমিত্বের দ্বন্দ্ব।
ভালো থাকুক পৃথিবির সকল ছায়ারা,
তারা হয়ে আলো দিক
রেখে যাওয়া স্বপ্ন-ভালোবাসা, ভালো থাকায়।
তবুও তাঁরা ভালো থাকুক এপারে,
ভালো থাকুক ওপারেও।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন