কবিতা : প্রাক্তন


প্রাক্তন

মো রাফছান


দেখ দেখ, দূরের আকাশে ঐ চাঁদটা দেখ

কি প্রখর আন্ধকার আগলে ধরে

মিশে আছে অসীম অসমতলে,

গভীর নিঃসঙ্গতায় কুঁচকে গেছে যার শরীর,

নতজানু হৃদয় বিলীন করেছে যে শুণ্য খাঁচায়,

এক পাহাড় অভিমান বুকে ধরে আমৃত্যু

যে দাঁড়িয়ে আছে কেউ মান ভাঙ্গাবে বলে।

 

তার ক্ষয়ে যাওয়া জীবন বড্ড অতৃপ্তি ভরা

অথচ অকৃপণ হাতে নিত্য আলো বিলোয়

আমাদের সুখে দুঃখের রাত্রি সন্ধায়।

 

আচ্ছা, ঠিক এই চাঁদকে সাক্ষী রেখেইত

সেদিন দীর্ঘযাত্রার অনিশ্চিত পথ ধরেছিলে,

বলেছিলে তুমি পাথর শক্ত ভীষণ স্থায়ী

হাজার ঝড়ঝাপটায় এই বিশ্বাস তুড়বে না!


এক আকাশ সম্ভবনায় যে হাত তুমি ধরেছিলে

কোন অমানিশার ঘোরে  টুটে গেল তোমার প্রতিশ্রুতি,

পূর্ণ আলোর আকাশ কোন অপয়ায় গেল ছেয়ে,

কাছে থাকার বিশ্বাসে কেন তৈরী হলো হাজার মাইলের দূরত্ব?


ভালোবাসি না, বলে দিলেইত পারতে,

পৃথিবী দেখত না অসম্ভব বেহায়াপনার এই বিদারণ নৃত্য।

অনিষ্টার পাথরে বিষাক্ত হত না একটা  হৃদয়

আকাশ জানত না ছোট্ট মনের অবুজ জ্বালাতন।

 

প্রতিশ্রুতির জলে আটকে গেছে  ভালো থাকা,

এরই মাঝে ঘটেগেছে ধূসর স্বপ্নের অকাল মৃত্যু।

মনের ভুলে, দুই চোখে হাজার স্বপ্নের সেই তুমি

একই আকাশ তলে আজ আমার ঘোর প্রতিদ্বন্দ্বী!

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন