পত্রিকায় লেখালেকখির হাতেখড়ী (৩য় পর্ব)

 


প্রিয় লেখকগণ,

আপনাদের লেখা দেখে দেওয়ার সময় ইদানিং একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, আপনারা একটা ঘটনা সব সময় খুবই স্বাভাবিক ভাবে বর্ণনা করেন।

যেমন, প্রতি বাক্যে করতে হবে, যেতে হবে, আনতে হবে, পালন করতে হবে, ভাবতে হবে ইত্যাদি এরকম একই লেখা অসংখ্যবার একই ধাঁচে বর্ণনা করলে লেখার সুন্দর্য কমে যায়।

এক্ষেত্রে লেখাটি পড়ার সময় পাঠকের একঘুয়েমি তৈরী হয়। বারবার একই শব্দ ব্যবহার কমানোর পাশাপাশি একই বাক্যের শব্দগুলো সামনে পিছনে নিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারেন।

যেমন :

সোর্স লেখাঃ তাই এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাকাত প্রদানের ক্ষেত্রে নিজে সতর্ক থাকতে হবে এবং অন্যকে সতর্ক করতে হবে। সম্পদের পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষায় এবং দরিদ্রদের অধিকার নিশ্চিতকরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাধানঃ তাই এ ব্যাপারে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক। যাকাত প্রদানের ক্ষেত্রে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যকেও সতর্ক করতে হবে। দরিদ্রদের অধিকার নিশ্চিতকরণ এবং সম্পদের পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষায় আমাদের কাজ করতে হবে সম্মিলিত উদ্যোগে।

দেখুন, একই কথা কিন্তু উপস্থাপন করা হয়েছে একটু ভিন্ন ভাবে। এভাবে একটু একটু করে পরিবর্তন করা গেলে আপনাদের লেখায় আরও পরিপূর্ণতা আসবে। যা অদূর ভবিষ্যৎ এ আপনার লেখার মান উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন